আমরা ফিরেছি…

আমরা ফিরেছি…


সম্ভাবনাময় জনপদের সফর সঙ্গী হিসেবে আমরা ফিরে এসেছি। করোনা পরবর্তী সময় অর্থনৈতিক মন্দার কারণে প্রকাশনার কাজে কিছুটা ধীরগতি নেমে আসে। আমরা সেই মন্দা কাটিয়ে উঠার চেষ্টা করেছি। আশার কথা হচ্ছে, পজিটিভ মীরসরাই আগের মতোই স্বরূপে ফিরেছে। এখন থেকে নিয়মিত পাঠকের কাছে পৌঁছে যাবে প্রিন্ট পত্রিকা।


পাঠক চাহিদার কথা মাথায় রেখে এবার অনলাইন ভার্সনও পুরোদমে চালু করা হয়েছে। পৃথিবী এখন হাতের মুঠোয়, তাই সামাজিক যোগাযোগমাধ্যমেও পাওয়া যাবে সর্বশেষ আপডেট।


এই অঞ্চলের শিক্ষা, কৃষি, উন্নয়ন, সম্ভাবনা, পর্যটন ও শিল্প সবকিছুই আমরা তুলে ধরার চেষ্টা করব। বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে ইতিহাস যেমন ভেসে আসবে পত্রিকার পাতায় তেমনি তাদের মতামতেরও মূল্যায়ন করব আমরা। মূলত, ইতিবাচক ও সমৃদ্ধ মীরসরাই গঠনে আমরাও সমানভাবে অংশীদার হতে চাই।

উৎসবের আনন্দ রঙিন হোক…


এবার পবিত্র ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ কাছাকাছি সময়ে এসেছে। এমন উৎসবের অপেক্ষায় কেটে যায় পুরো বছর। তাই শহরের ক্লান্তি মুছতে অনেকে এই সময় ফিরে আসেন গ্রামে, প্রিয়জনের কাছে। ভাগাভাগি করেন উৎসবের আনন্দ। নতুন জামা কাপড় কেনার যেমন ধুম লেগে যায়, তেমনি পর্যটন কেন্দ্রগুলোতেও চাপ তৈরি হয়। এই চাপ অধিকাংশ ক্ষেত্রে আনন্দের। বিশেষ করে উৎসবের দিনগুলোতে এখন মীরসরাই জনমুখর থাকে। আশেপাশের অঞ্চলগুলো থেকে অনেক পর্যটক আসেন এখানে। উৎসব আয়োজনে তাই তাদের নিরাপত্তার বিষয়টি সবার আগে নিশ্চিত করতে হবে। কেননা, তাদের মুখেই ছড়িয়ে যায় এই অঞ্চলের সুনাম।


এমন দিনগুলোর পথ চেয়ে থাকেন কিছু বিশেষ মানুষও। অসহায় পরিবার নিয়ে যারা দিন পার করেন। তারাও এমন উৎসবের অপেক্ষায় থাকেন। তুলনামূলক তার চেয়ে ভাল অবস্থানে রয়েছেন এমন মুখগুলোর দিকে তাকিয়ে থাকেন, সামান্য সহযোগিতা পাবার প্রত্যাশা সেখানেই। এদের কথাও মনে রাখতে হবে। সাধ্যমত পাশে দাঁড়িয়ে উৎসবের আনন্দ ভাগাভাগি করে নিলে তাদের উৎসবও রঙিন হয়ে উঠবে।


একটি সমৃদ্ধ ও মানবিক মীরসরাই গঠনের জন্য সম্প্রীতি ও সহযোগিতা অনেক বেশী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিভিন্ন সময় সরকারের পাশাপাশি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ীরা ভিন্ন ভিন্ন পরিসরে সুবিধাবঞ্চিত ও উপকারভোগীদের পাশে দাঁড়ান, সহযোগিতার হাত বাড়ান- এটিই মূলত মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক। বলতে গেলে, অন্যসব বিশেষণের পাশাপাশি এই মানবিক সহযোগিতার কারণেও সমগ্র দেশে এখন এই অঞ্চলের তথা মীরসরাইয়ের সুনাম ছড়িয়ে পড়েছে। এটি ধারাবাহিক করতে হবে। এই সম্প্রীতি ধরে রাখতে হবে।