মীরসরাইয়ে চার জয়ীতাকে সংবর্ধনা

কেউ অর্থনৈতিকভাবে সাফল্য, কেউ নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু, সমাজ উন্নয়নে অসামান্য অবদান ও সফল জননী হিসেবে এমন চার নারী জয়ীতাকে সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন। গত শুক্রবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘জর্য়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কর্মসূচির আওতায় ২০২৩-২৪ অর্থ বছরের মীরসরাই উপজেলায় চারজন নারী জয়ীতাকে সংবর্ধনা দিয়েছেন উপজেলা প্রশাসন।

সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক গৃহায়ণ ও গর্ণপূর্ত মন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডায়ম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

সংবর্ধিত চার জয়ীতারা হলেন- আয়েশা সুলতান, রাশেদা আক্তার, ফারজানা আফরোজ ও শেখ খাদিজা খানম।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মেহের আফরোজের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন, চট্টগ্রাম-১ মীরসরাই আসনের সংসদ সদস্য মাহবুব উর রহমান রুহেল, উপজেলা নাগরিক কমিটির চেয়ারম্যান অধ্যক্ষ নুরুল আফছার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এরাদুল হক নিজামী ভুট্টু, করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম মাস্টার, মীরসরাই সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এমরান উদ্দিন, মীরসরাই পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাফর উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু প্রমুখ।

অনুষ্ঠানে সম্মাননা ছাড়াও কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আওতায় ক্লাব সদস্যদের দৌড়, বালিশ বদল, সংগীত আবৃত্তি ও চিত্রাংক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *